আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা, উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা শহরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি, রবিবার বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: কামরুজ্জামান মন্ডলের পরিচালনায় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, এস.এম কিবরিয়া, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মো: মাহবুব আলম, কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন খান প্রমুখ। এসময় গাজীপুর জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply