কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯ টায় বাংলাহিলি বাজারস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনসহ দেশ ও জাতির কণ্যানে মোনাজাত করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, হাকিমপুর হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক, হাকিমপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজলসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এলাকার অসহায় দরিদ্র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply