বিনোদন ডেস্ক:
দেশের সংগীত ভুবনে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী-লালনকন্যা মৌসুমি আক্তার সালমার শুভ জন্মদিন আজ।
আজকের এইদিনে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্ৰামে জন্মগ্ৰহণ করেন তিনি।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ক্লোজআপ তারকা লালনকন্যা মৌসুমি আক্তার সালমার জন্মদিনে জোনাকী মিডিয়া এন্ড কমিউনিকেশন লিমিটেড কর্তৃক পরিচালিত জোনাকী টেলিভিশন পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
জন্মদিনের প্রথম প্রহর থেকে বন্ধু-শুভাকাঙ্ক্ষী-ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন সালমা। মোবাইল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ উইশ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর অ্যালবাম, প্লেব্যাক সবখানেই সালমা তুমুল জনপ্রিয়তা পান। তবে সালমার পরিচিতি পাওয়ার আরো একটি দিক হচ্ছে ঐতিহ্যগত লোকগীতি দিয়ে। কুষ্ঠিয়া শহরে জন্ম ও বেড়ে ওঠা সালমার সংগীতের মূল প্রেরণা হচ্ছেন লালন শাহ্।
বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। স্টেজ শো, টিভি অনুষ্ঠান, নতুন গান রেকর্ডিং নিয়েই সময় কাটছে তার। পাশাপাশি সংসার নিয়েও চলছে তার প্রতিদিনের ব্যস্ততা।
Leave a Reply