জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে আর্থিক অনিয়ম ও সেবা না দিয়ে বিভিন্ন ফিস গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদাণ করেছেন কলেজ ছাত্রলীগ (জাসদ)। আজ মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) সকাল ১১ টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন বলেন, কালেজের নয়’শ জন শিক্ষার্থীর কাছ থেকে গত বছর আইডি কার্ড বাবদ ফিস নেওয়া হলেও এখনো তাদের আইডি কার্ড দেওয়া হয়নি। ছাত্র সংসদের কোন কার্যক্রম নেই, অথচ ফিস নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কলেজে ম্যাগাজিন, চিকিৎসা সেবা, লাইব্রেরি ব্যবস্থাপনা, ধর্মীয় অনুষ্ঠান, বিজ্ঞান ক্লাব, ওয়েবসাইট, সফটওয়্যার ও ডিজিটাল আইডি কার্ড এবং ল্যাবরেটরী ফিস নেওয়া হলেও এর কোনটাই যথাযথ বাস্তবায়ন হয় না। এগুলোর যথাযথ বাস্তবায়ন ও অর্থিক অনিয়ম বন্ধের দাবি জানাচ্ছি। এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মুক্তাসির রহমান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, কলেজ শাখার আহবায়ক মামুন হোসেন, সদস্য শাহরিয়ার আহমেদ মিথুন, পৌর ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ। এবিষয়ে ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহা. খলিল উল্লাহ বলেন, বিগত দিনে করোনার মহামারির কারণে আইডি কার্ড দিতে পারেনি। তবে কিছু অব্যবস্থাপনা রয়েছে। সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর্থিক অনিয়মের অভিযোগ সত্য নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, কলেজে যে ফিস নেওয়া হচ্ছে সেগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি সমাধানে কলেজের অধ্যক্ষকে (ভারপ্রাপ্ত) যথাযথ বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply