মোঃ বাদল মিয়াঃ বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে নরসিংদী. টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বেলাব উপজেলার নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী টিভির চেয়ারম্যান বদিউর রহমান সোহেল , বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মহিলা বিয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নায়েবা তাব্বাসুম শা, কবি দিলরুবা সহ নরসিংদী. টিভির বেলাব ও মনোহরদীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নরসিংদী. টিভির চেয়ারম্যান বদিউর রহমান সোহেল বলেন- আপনাদের সবার ভালবাসায় একটু একটু করে বহুদূর এগিয়ে যাচ্ছে নরসিংদী. টিভি অনলাইন প্লাটফর্ম। নরসিংদী টিভির সাথে যুক্ত থাকা সকল শুভানুধ্যায়ী ও দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply