1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন

ভেড়ামারায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৪ বার পঠিত

 জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট থেকে কুঠিবাজার পর্যন্ত সড়কের পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভেড়ামারা পৌরসভা কতৃপক্ষ। পাঁচ ফুট প্রস্থের প্রায় দেড় কিলোমিটার আরসিসি ড্রেণ নির্মাণ কাজের জন্য দক্ষিণ রেলগেট থেকে কুঠিবাজার পর্যন্ত সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে প্রায় দেড় শতাধিক বসতবাড়ি, দোকান ও বিভিন্ন ইমারত ভাঙা পড়ে। ভেড়ামারা পৌরসভা কতৃপক্ষ জানান, দক্ষিণ রেলগেট থেকে কুঠিবাজার পর্যন্ত সড়ক প্রশস্ত ও ৫ ফুট প্রস্থের আরসিসি ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ছয় মাস আগে সড়কের পাশে অবৈধ দখলদার নিকট তাদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে নোটিস করা হয়। কিন্তু তারা স্থাপনাসমূহ সরানোর কাজ করে নাই। অবৈধ স্থাপনা সড়িয়ে না নিলে কয়েক দফা মাইর্কিং করাও হয়। মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, স্থাপনা সড়িয়ে নেওয়ার নির্ধারিত সময় শেষ হলে আজ সোমবার (৩০শে জানুয়ারী) দক্ষিণ রেলগেট থেকে কুঠিবাজার পর্যন্ত ১ দশমিক ৪ কিলোমিটার সড়কে ১টি বুলডোজার দিয়ে একযোগে রাস্তার একপাশে ও কিছু অংশে দুই পাশে অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে এ এলাকা জলাবদ্ধতায় ডুবে যায়। সে জন্য মাস্টার প্লান করে ড্রেন নির্মাণের মহা পরিকল্পনা নেওয়া হয়। সে অনুযায়ী ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ড্রেন নির্মাণ হলে এ এলাকায় জলাবদ্ধতা চিরকালের মত নিরসন হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..