আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে শ্রীপুরে লিফলেট বিতরন করেছে বিএনপি। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এর নেতৃত্বে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নিকট লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা জনসাধারণকে ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে গণতন্ত্র পূন: প্রতিষ্ঠার আহ্বান জানান। লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন- শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মশিউর রহমান টিটু, গাজীপুর জেলা জাসাস এর আহ্বায়ক সোহেল মন্ডল, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ মোতালেব, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহসান কবির, যুগ্ন সম্পাদক টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হোসাইন আকন্দ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল সরকার সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে যুবলীগ কর্মীদের হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীরা। এসময় আহত হন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহসান কবির সহ আরও অনেকে।
Leave a Reply