1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন

নরসিংদী মডেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম দু’পর্বে নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তন অডিটরিয়ামে বুধবার অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্ব সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী।
প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ডা: ইবনুল আরাবী।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও নরসিংদী মডেল কলেজের প্রাক্তন ছাত্র এসএম তানজিল শাহ, মডেল কলেজের প্রাক্তন ছাত্র ডাক্তার গাজী সাকের সিব্বির প্রিতম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

দু’পর্বে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোঃ শওকত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান।
দু’পর্বের সভাপতিত্ব করেন মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান মোল্লা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মেধাবী ছাত্র ও নরসিংদী মডেল কলেজের সাবেক মেধাবী ছাত্র মাহবুবা বিনতে মোহাম্মদ মহুয়া।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল জাকী বলেন, তোমাদেরকে আরো স্মার্টনেস হতে হবে। এ বিশ্বায়নের যুগে তোমাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে এবং আরো স্মার্ট হতে হবে। তোমরা সুশিক্ষিত, আলোকিত ও দেশ প্রেমিক হবে।
দ্বিতীয় পর্বের প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ শওকত হোসেন বলেন, তোমরা ভাল মানুষ হবে। চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া জরুরী। শিক্ষকদেরকে সম্মান করবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক রাখবে। মা-বাবার প্রতি যত্নশীল হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..