সাহিত্য ডেস্ক:
অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে মুসফেরাতুন পাখি’র প্রথম একক কাব্যগ্রন্থ ‘ভালোবাসার একপ্রহর ’।
১০ ফেব্রুয়ারী শুক্রবার থেকে মেলায় ৩১৪ নং স্টল এ পাওয়া যাবে। বইটি ইছামতি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে।
মুসফেরাতুন পাখি জোনাকী টিভি কে বলেন, লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোটবেলা থেকেই। ক্লাসের ফাঁকে কিংবা অবসর সময় কিংবা বিকেলে বন্ধুরা যখন খেলতে যেত তখন আমি ডায়েরি আর কলম নিয়ে লিখতে বসে যেতাম। কলম দিয়ে কখন নিজের প্রতিচ্ছবি আকতাম কখনো বা নিজের গল্প লিখতাম। প্রথম ভালোবাসা যদি আমার পরিবার হয় দ্বিতীয় ভালোবাসা আমার কলম।
এসময় তিনি তার কাছের ও দূরের সকল শুভাকাঙ্খী বন্ধু-বান্ধব, অমর একুশে বইমেলাতে আসার এবং তার সাথে তার লেখা কাব্য গ্রন্থটি সংগ্রহ করার জন্য আমন্ত্রণ জানান।
Leave a Reply