বিনোদন ডেস্ক:
নতুন একটি গানের কাজ শুরু করেছেন কবি মেরিনা মিরা। তার লেখা প্রথম গান “মনের স্টেশন” এর কাজ ইতিমধ্যে শুরু করেছেন। গানের সুর করেছেন জহুরুল ইসলাম জনি। কন্ঠ দিবেন সালমা। গানটি নিয়ে শতভাগ আশাবাদী সংশ্লিষ্টরা।
গানটির কাজ শেষ হলে জনি মিউজিক স্টেশন নামে ইউটিউব চ্যানেল এ এটি রিলিজ হবে।
কবি মেরিনা মিরা জোনাকি টেলিভিশন কে বলেন- “মনের স্টেশন “ এই নতুন গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গ্রাম বাংলা মানুষের হৃদয় ছুঁয়ে দিবে।
জহুরুল ইসলাম জনি জোনাকি টেলিভিশন কে জানান, কবি মেরিনা মিরার লিখা এই গানটি দর্শকদের মন জয় করবে বলে আমি আশা করছি।
Leave a Reply