কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইনে অবস্থিত স্বনামধন্য কিন্ডারগার্টেন কচিকাঁচা বিদ্যানিকেতন থেকে এ বছর অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাদিয়া আক্তার ও লামিয়া আক্তার নামে দুই শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সাদিয়া আক্তার ওই ইউনিয়নের ভাকড্যা গ্রামের মৃত সোহেল রানার বড় মেয়ে এবং লামিয়া আক্তার একই ইউনিয়নের ভীমপুর গ্রামের আব্দুল মান্নানের বড় মেয়ে।
উল্লেখ্য, এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কচিকাঁচা বিদ্যানিকেতন থেকে ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরমধ্যে দুইজন বৃত্তি লাভ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জসিম উদ্দিন বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতি বছর সমাপনী পরীক্ষা, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ সহ শতভাগ পাশের ধারাবাহিকতা অত্যন্ত সুনামের সাথে ধরে রেখেছে বিদ্যালয়টি। তিনি আরও বলেন, এই সাফল্য বিদ্যালয়ের সকল হিতাকাঙ্ক্ষীদের জন্য উৎসর্গ করলাম। ভবিষ্যতে সকল শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, পঞ্চম শ্রেণির শ্রেণি শিক্ষক সাইফুল ইসলাম সুজন বলেন, মফস্বলে এমন আরও হাজারো সাদিয়া, লামিয়া রয়েছে। যাদের সঠিকভাবে নার্সিং করলে ভবিষ্যতে এরাই হবে দেশের অমূল্য সম্পদ। এসময় তিনি আরও বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের রসায়নের কারণেই আমাদের আজকের এই ফলাফল। একঝাঁক তরুণ, মেধাবী, উদ্যমী শিক্ষকদের দ্বারা পরিচালিত আমাদের এই প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply