রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানদ্বয়ের সভাপতি সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল মন্ত্রী ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এম. সায়েদুল ইসলাম।
ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
এতে পৃষ্ঠপোষকতা প্রদান করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়লা কানিজ লাকী এবং পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোগল হোসেন, আদিয়াবাদ হাজী মো. সেলিম, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল প্রমূখ।
ক্রীড়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মাহবুব হোসেন, সহকারী শিক্ষক আপেল মাহমুদ, কামাল হোসেন এবং সুলতানা আক্তার।
বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply