রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার ৬৩ নং দৌলত কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান।
বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন।
উদ্বোধক ছিলেন মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৌলতকান্দি এমবি হাইস্কুলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, পি ডাব্লিউ ডি’র সুফী আবুল হাসনাত প্রকৌশলী, হাজী রফিকুল ইসলাম মহাবিদ্যালয় হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান অবঃ টিপু সুলতান, ব্যাংক এশিয়া লি: এর ভাইস চেয়ারম্যান আঃ লতিফ, পুসাপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হোসেন ভূইয়া, মহেষপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া, সহকারী শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমূখ।
ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরন করেন মরহুম হাজী আতাউর রহমান কল্যান ট্রাস্ট, মাস্টার বাড়ি, তালুক কান্দি।
আর মাস প্রতি ও ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের যথা ক্রমে ৫০০/, ৩০০/ ও ২০০/ টাকা করে বৃত্তির প্রথম মাসের অর্থ প্রদান করেন এ ট্রাস্টের পরিচালক শাহীন হাসান ও ট্রাস্টির ২য় সন্তান; যা চলমান থাকবে।
পরিশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
Leave a Reply