রায়পুরা( নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর রায়পুরায় স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার বালুয়াকান্দি স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সবুজ পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি প্রফেসর ড. শেখ আবুল হোসেন (হানিফ)।
স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের মহাসচিব তানিয়া শেখ এর সঞ্চালনায় উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি বি এম সেলিম।
বক্তব্য রাখেন, বাবুর হাট গ্রহনযোগ্য কলেজের প্রশাসক মারুফ হোসেন, আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কবির হোসেন, আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শ্রী পরশ মনির, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শান্তা শেখ, সহকারী শিক্ষক কান্তা শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আ: মোমেন, বালুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য ডা: ওবায়দুল্লাহ ও ওমর ফারুক প্রমূখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান, পোশাক, শুকনো খাবার বিতরন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আকবর হোসেন ও মহাসচিব তানিয়া শেখ বলেন, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আমরা লেখাপড়া করতে সহযোগিতা করছি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই সকল শিশুকে শিক্ষা গ্রহণ করার সহজ ব্যবস্থাগ্রহণ করত হবে।
Leave a Reply