নিজস্ব প্রতিবেদক:
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ স্লোগানে নরসিংদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী শহরস্থ বিলাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষায় শিখন শেখানো কার্যক্রমে কোমলমতি শিশুদের শিক্ষোপকরণ অতি গুরুত্বপূর্ণ উপাদান৷ সেই উপকরণ প্রদর্শনী ও শিক্ষক – শিক্ষার্থীর সাংস্কৃতিক কর্মকান্ডের উপস্থাপন নিয়ে নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩।
নরসিংদী জেলার ছয়টি উপজেলা ছয়টি ষ্টলে শিক্ষকবৃন্দ শিখন শেখানো কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও সহজে শিক্ষাদানের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন৷ পাশাপাশি প্রতিটি উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ডে পারদর্শী শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ আবৃত্তি, নাচ, গান উপস্থাপন করেন৷ মঙ্গলবার পূর্বাহ্নে নরসিংদী জেলার ডাইনামিক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইংরেজি আর্টিকেল & বুক রাইটার) মোঃ বায়েজিদ খান দিনব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন৷
প্রতিটি উপজেলার সার্বিক পারফরম্যান্স এর ভিত্তিতে বিচার কার্জ শেষে ১ম, ২য়, ৩য় নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট মোক্তাদির আহমেদ মবিন ৷
সার্বিক পারফরম্যান্স এর বিচারে নরসিংদী সদর উপজেলা প্রথম, রায়পুরা উপজেলা দ্বিতীয় ও মনোহরদী উপজেলা তৃতীয় স্থান অধিকার করে।
জেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামের সঞ্চালক, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমী , বেলাব উপজেলার শিক্ষা অফিসার জুলেখা শারমিন, শিবপুর উপজেলার শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগির, মনোহরী উপজেলার শিক্ষা অফিসার সোহরাব হোসেন ও বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
সারাদিন জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক- সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন ছিলো উৎসব মূখর৷
Leave a Reply