নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী ১ আসনের সাংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই উন্নয়নকে ইর্ষা করে বিরোধীদল অপপ্রচার চালায়, অপবাদ দেয়।
শনিবার দুপুরের নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে মূতিউল্লাহ্ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শুধু বিরোধী দলই নয় আমাদের দলের লোকজনও খারাপ কাজ করে, খুন খারাপী করে টাকা পয়সা চুরি করে এই শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমাদের দেশ প্রেমের ঘাটতি আছে, কৃতজ্ঞতার ঘাটতি আছে, এদেশের মানুষ ভালো কাজের সুনাম করেনা বরং দুর্নাম করে।
জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মূতিউল্লাহ্ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি মোহাম্মদ কুদ্দুছ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল, রহমান ইয়ার্ন ডাইং লি: নারায়ণগঞ্জের জেনারেল ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার মো. গোলাম রব্বানী, জনতা ব্যাংক লি: এর সাবেক ম্যানেজার মো. ফয়জুর রহমান খান লোকমান, বাংলাদেশ হোমিও ম্যানুফেকচারিং এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট ডা. এম এ মান্নান ও নরসিংদী শ্রমিক লীগের সভাপতি রিপন সরকারসহ আরো অনেকে।
Leave a Reply