1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন

রায়পুরায় অভিমানে বৃদ্ধের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২০ বার পঠিত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় মো.শাহাবুদ্দিন মিয়া (৭১) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে মৃত মারফত আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, বাঁশগাড়িতে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে চলা আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন দ্বন্দ চলে আসছিলো। দুই গ্রুপের মধ্যে কিছু দিন পর পর থেমে থেমে তাদের মধ্যে টেঁটা দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ সংঘটিত হচ্ছে। এতে উভয় পক্ষের অনেক লোক নিহত হন। বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুলসহ তার লোকজন মামলার ভয়ে এলাকা ছাড়া। গত ২ জানুয়ারী থেকে অস্ত্র ও হাতবোমাসহ আশারাফুল হক কারাগারে রয়েছেন। নিহতের পর চলে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট চাঁদার নামে চলে নৈরাজ্য। আশরাফুল হকের লোকজন প্রতিপক্ষের লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করে। তার ভাইকে উঠিয়ে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। আশরাফুল হকের লোকজন প্রতিপক্ষের লোকজনের কাছে চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে না পেরে মানসিক ভাবে ভেঙে পরে সকালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহতের ছেলে হানিফা জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক মধ্যে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় দু’পক্ষের লোকজন একাধিকবার ঝগড়ায় লিপ্ত হয়। এতে মারামারি, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি সহ নানা ঘটনা ঘটে। পরে সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে একাদিক মামলায় পুলিশ গ্রেপ্তার করলে এলাকায় শুরু হয় নিরব চাঁদাবাজি। একাধিক বার চাঁদার টাকা দিলেও আশরাফুল হকের লোকেরা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে না পেরে মানসিক ভাবে ভেঙে পরে সকালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার বলেন, খবর পেলে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..