মোঃ মুক্তার হোসেন বোচাগঞ্জ (দিনাজপুর ) প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ১৮ ও ১৯ মার্চ ২০২৩ খ্রিঃ, রোজ শনি ও রবিবার। অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে ১৮ তারিখ সকাল ৯.০০ টায় জাতীয় পতাকা উত্তোলন, ৯.১০ মিনিটে প্রতিযোগিদের আনুষ্ঠানিক শপথ গ্রহন এবং ৯.১৫ মিনিটে মশাল বহর। সকাল ৯.২০ মিনিটে শুরু হয় দিন ব্যপী চলে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা । পরদিন ১৯ তারিখ রবিবার চলে অন্যান্য আনুষ্ঠানিকতা সহ পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় প্রধান অতিথি হিসেবে জনাব দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক দিনাজপুর উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেন নাই। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ছন্দা পাল উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাবা রমিজা রৌফ চৌধুরী, দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব নইম উদ্দীন শাহ সহ অন্যান্য অতিথি বৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বনাথ রায়ের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত থাকেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিগন, স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক কর্মচারী বৃন্দ।
Leave a Reply