জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়া ভেড়ামারায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে বাজার মনিটরিং করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলেজ বাজার, রেল বাজার ও শাপলা চত্বর এলাকার দোকান মনিটরিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর সার্কেল) আসিফ ইকবাল, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, রেলবাজার বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম পল্ট, সাধারণ সম্পাদক আবু দাউদ, ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন, রেলবাজার বণিক সমিতির যুগ্ম- সম্পাদক মাসরেকুল হক রোজেন, উপদেষ্টা নজরুল ইসলাম নজুসহ সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য বিক্রয় যোগ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। পরে ফল, কাপড়, শিশুখাদ্য, চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান পরিদর্শন ও ব্যবসায়ীগণের সহিত মতবিনিময় করেন।
তিনি জানান, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এমন সংকট সৃষ্টি করলে উক্ত ব্যবসায়ীগণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।
Leave a Reply