ইমন মাহমুদ লিটন ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০১ মাদক কারবারীকে আটক করেছে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত পিকআপ ও জব্দ করা হয়। ভৈরব র্যাব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী লিখিত বক্তব্যে জানান বৃহস্পতিবার (২৩মার্চ) রাত সাড়ে ১১টায় শহরের দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপ তাল্লাশী করে ০৯ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ৩৮ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ মাদক কারবারিকে আটক করা। আটককৃত হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর সামসু মিয়ার ছেলে সোহাগ মিয়া(৩৪) উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
Leave a Reply