খালিদ হাসান রিংকু ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৪ মার্চ ডাংমড়কা প্রাইমারি স্কুল মোড় হইতে মশাউড়া পর্যন্ত ১৫০০ মিটার ( দেড় কিলোমিটার) কার্পেটিং রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশাহ এমপি। দীর্ঘ সময় এ রাস্তার দুর্দশার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে৷ রাস্তার কাজ শুরু হওয়াতে এখানে উতসবমুখর অবস্থা বিরাজমান৷ রোজার প্রথম দিন হওয়া সত্ত্বেও উদ্বোধনের সময় স্থানীয় জনগণ সহ নেতৃবৃন্দের সাবলীল উপস্থিতি দেখা যায়৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড: এজাজ আহামেদ মামুন, উপেজলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাকি, আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ, সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগ কমিটির নেতা মাইনুল ইসলাম,আওয়ামী নেতা পাপ্পু, মোকাদ্দেস, বিভিন্ন ওয়ার্ডের সাবেক ও বর্তমান সদস্য বৃন্দ সহ আদাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা মাইনুল হোসেন বলেন – ” ২০০৭ সাল থেকে এ রাস্তার খারাপ অবস্থা দেখে আসছি৷ অনেকে আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়েছে বাদশাহ্ ভাই এর মাধ্যমে৷ এজন্য এলাকাবাসী তার নিকট কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ”৷ দৌলতপুরের উপজেলার অসম্পূর্ণ অন্যান্য রাস্তাও দ্রুত সময়ে শেষ হবে বলে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply