মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন, সালাম গ্রহণ এবং শিক্ষার্থীদের শারিরিক কসরত প্রদর্শণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া লিটন, সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল হাসান, বেলাব থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ, আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা সহ প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
Leave a Reply