1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন

নরসিংদীর ৭২ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪০ বার পঠিত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব। নরসিংদী সদর উপজেলার ১৭টি স্কুল থেকে ৯ম শ্রেণীর ৩জন মেধাবী ও দশম শ্রেণীর ৩জন মেধাবী শিক্ষার্থী নিয়ে মোট ৬জন করে শিক্ষার্থীকে দেয়া হয় এসব উপহার। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বিভিন্ন বাহিনীর অংশগ্রহনে কোচকাওয়াজ অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণকালে এসব ট্যাব বিতরণ করা হয়।

জেলা পরিসংখ্যান বিভাগের সহায়তায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ট্যাব বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম, নরসিংদী লেডিস ক্লাবের সভানেত্রী রিফাত আখতার, পুনাকের সভানেত্রী আলেয়া আক্তার, স্থানীয় সরকারের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার প্রমূখ।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তোপধ্বনির মাধ্যমে মহান স্ব^াধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ বিভাগ,  স্বাস্থ্য বিভাগ, জেলা লেডিস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..