1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন

লাকসামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬১ বার পঠিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে, মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে এবং বেলতলি বধ‍্যভূমিতে পুষ্পস্তবক অর্পন ও লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ইউএনও মাহফুজা মতিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসের পৃথক পৃথক অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূঁইয়া।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ‍্যাপক মো. আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, বীরমুক্তিযোদ্ধা আবদুল বারী মজুমদার, মনোহর আলী তোতা, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরাসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, উপজেলা আাওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুুস্পস্তপক অর্পন করেন।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতগঞ্জ এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার মাধ‍্যমে কর্মসূচি শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..