1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন

অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি নারীর কর্মসংস্থানেও ভূমিকা রাখছেন সানজিদা রোজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

জোনাকী টিভি বিনোদন ডেস্ক:

সানজিদা জাহান রোজ। বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী ও উপস্থাপক। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। বরিশাল শিল্পকলা একাডেমিতে চলতো তার সৃজনশীল কাজের সাথে ওঠা-বসা। তিনি মিডিয়ায় পুরোদমে কাজ শুরু করেন ২০১৫ সালে। শুরু হয় অভিনয় ও উপস্থাপনায় পথচলা।

রোজের মতে, আমি শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করছি। একই সাথে উপস্থাপনাও শুরু করি। অভিনয় শিল্পী সংঘের সদস্য হবার আগেই দেখা যায় দশের অধিক নাটকে অভিনয় করে ফেলেছি। এখন অব্দি প্রায় ২৫টির মতো টেলিভিশন নাটক প্রচার হয়েছে। অভিনয় দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও কিছুদিন ধরে এ মাধ্যমে তার দেখা মিলছে না।

রোজ এ প্রসঙ্গে বলেন, আমি ঈদের পর থেকে অভিনয়ে নিয়মিত হচ্ছি। দুটো ধারাবাহিকের কাজ শুরু করবো। এ ছাড়া খন্ড নাটকেও অভিনয় করবো। রোজ আরও জানান, ঈদের কাজের ব্যাপারে প্রস্তাব পাচ্ছি। কিন্তু সময় বের করতে পারছি না। সবকিছু গুছিয়ে অভিনয়ে নিয়মিত হবো।

মিডিয়ায় অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে রোজ বলেন, আমি বর্তমানে বিভিন্ন ইভেন্ট উপস্থাপনা করছি। ঈদের পর থেকে উপস্থাপনায় ব্যস্ততা বাড়বে।

সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি একটি টেলিভিশন চ্যানেলে। সংবাদ পাঠের বিষয়েও কথাবার্তা এগিয়েছে। তিনি যোগ করে আরও বলেন, আমি স্বরকল্পন আবৃত্তিচক্রের সাথে জড়িত আছি। এর বাইরে মঞ্চে সময় দিচ্ছি। নাট্য আন্দোলনের সৃজনশীল সংগঠন জেনেসিস থিয়েটারের সাথে যুক্ত আছি। বিশেষ দিবস উপলক্ষ্যে আমরা নাটক মঞ্চস্থ করি। সিনেমায় অভিনয়ের ব্যাপারেও ভাবছেন রোজ।

তিনি বলেন, আর্ট ফিল্মে অভিনয়ের ইচ্ছে আছে। গল্প নির্ভর কাজ হতে হবে। এর বাইরে বড় পরিসরে কাজের বিষয়ে এখন ভাবছিনা। অভিনয়ে কতটুকু ছাড় দিতে পারবেন জানতে চাইলে রোজ বললেন, চরিত্রের প্রয়োজনে চাইলেই সব করা যায় না। দেশের সমাজ ও সংস্কৃতির বাইরে যায় এমন কিছু করবো না। কারণ, আমি শুধু অভিনেত্রী নই। আমার অন্যান্য দায়বদ্ধতাও আছে। সবকিছু বিবেচনা করেই কাজ করতে হয়।

উল্লেখ্য, মিডিয়ায় কাজের বাইরেও সানজিদা রোজ ব্যস্ত থাকেন নানান কাজে। তিনি একজন উদ্যোক্তা। তিনি ২০১৬ সালে গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেছেন। প্রায় ২০০০ নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এ সংস্থার মাধ্যমে। তিনি কাজ শুরু করেছেন রোজভিউ লেদার অ্যান্ড ফুটওয়্যার এবং রোজভিউ কালেকশনের। রোজ যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব মেলা-২০২২ এ হোম ডেকোরেশন আইটেম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন।

(সানজিদা জাহানের আইডি থেকে নেওয়া)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..