1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

গাজীপুর-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব এড. মো: রহমত আলী আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৮৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: রহমত আলী আর নেই (ইন্না…রাজিউন)।
রোববার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমান ৭৫ বছর।
রহমত আলীর ব্যক্তিগত সহকারী এস.এম জাহাঙ্গীর আলম সিরাজি বিষয়টি নিশ্চত করে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্টসহচর এড. মো: রহমত আলী গাজীপুর-৩ আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত একাধারে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এড. রহমত আলী সরকারের একটি বাড়ী একটি খামার প্রকল্পের প্রবক্তা। তার মৃত্যুতে এলাকার রাজনীতিবিদ, পেশাজীবি, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেণী পেশা মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মধ্যাহ্ন বিরীতির আগেই শোক পালনের অংশ হিসাবে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। রহমত আলীর মেয়ে অধ্যাপিকা রুমানা আলী টুসি একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এড. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..