নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় কৃষক রায়হান উদ্দিনকে গলা কেটে হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এরই প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৫ মে) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের সিরাজনগর উম্মুলকুড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করে নারী-পুরুষসহ হাজারো মানুষ।
জানা যায়, আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের আলহাজ্ব সিরাজ উদ্দিন ওরফে রং সিরাজের ২য় ছেলে রায়হান উদ্দিন (৪৫) কে গত ১৭ এপ্রিল দিবাগত রাতে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার নিহতের ছোট ভাই নাদিম আহমেদ সুজাল বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে। হত্যাকাÐের আজ ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার কোন রহস্য উদঘাটন না হওয়া এবং কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া, আদিয়াবাদ আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক নাদিম উদ্দিন দুলাল, শওকত আলী মেম্বার, পলাশ মেম্বার প্রমূখ।
Leave a Reply