মো. শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:
বর্তমান সরকার শিক্ষা খেতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে বলেও বলেন তিনি।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে ট্যাব বিতরণে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply