মো. সম্রাট আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরের এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার সকাল ১১ টায়) দৌলতপুর উপজেলা চত্ত্বরে সোনালী ব্যাংকের সামনে দৌলতপুর উপজেলা এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারী প্রত্যাশী মহাজোটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানে বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, দরিপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম নান্নু, বড়োগাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশারাফুজ্জান হানিফ, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মারুফা ইয়াসমিন, খারিজা থাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মঈন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার, মঞ্জুর আলম, ফজলুল করিম, সানাউল্লাহ, ওসমান গনি সহ উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা দাবি করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে নিন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ দিন।
Leave a Reply