গাজী মামুন, লালমাই (কুমিল্লা):
কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কাছিয়া পুকুরিয়া এলাকা থেকে ৯ বোতল ফেনসিডিলসহ রবিউল হোসেন (৩৮) এবং বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ হেলেনা আক্তার (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে লালমাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের কাছিয়া পুকুরিয়া গ্রামের মৃত আনা মিয়ার ছেলে রবিউল হোসেন (৩৮) এবং বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী গ্রামের শামীম মিয়াজির স্ত্রী হেলেনা আক্তার (৪০)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
মঙ্গলবার (৩০ মে) রাতে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকারের নির্দেশে কাছিয়া পুকুরিয়া ও সিধুচী এলাকায় অভিযান চালিয়ে রবিউল হোসেন এবং হেলেনা আক্তার’কে মাদকসহ গ্রেপ্তার করে এসআই হারুনুর রশিদ ও এসআই সাখাওয়াত হোসেন।
এ ব্যাপারে লালমাই থানার ওসি হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের নামে থানায় নিয়োমিত মামলা দায়ের করে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply