আবু সাইদ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি (৪০)
মারা গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২জুন) বিকেল ৫ টার দিকে ওই রেলসড়কের লোহাগাছ নামক স্থানে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার মো. সাইদুর রহমান জানান, ময়মনসিংহগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
স্থানীয়রা জানান, মরদেহটি কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে দূর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।
Leave a Reply