রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল থানায় বসবাসরত গণমাধ্যমের কর্মী/সাংবাদিকদের নিয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে “হাতিরঝিল সাংবাদিক ফোরাম” আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শনিবার ০৩-০৫-২০২৩ সন্ধ্যা ৭ টায় এই কমিটি গঠন করা হয়। হাতিরঝিল থানা এলাকারই বসবাসরত এবং সাংবাদিক/গণমাধ্যম কর্মী নিয়েই এ কমিটি গঠন করা হয়।
এসময়, অতি শীঘ্রই আরো সকল/বাকী সাংবাদিকদের কে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সায়েদুল ইসলাম বাদল।পরিচালনা করেন, সাজ্জাদ হোসেন চিশতী।
এসময় বিশেষ সংবাদের – সায়েদুল ইসলাম বাদলকে আহবায়ক ও রাইজিং বিডির- সাজ্জাদ হোসেন চিশতীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির পথ চলা শুরু হয়।
সদস্যরা হলেন- সময় টিভির- শেখ মাহাবুব আলম, গ্লোবাল টিভির – মাহাতাব শফি, নিউজ ওয়াচের- হাবিবুর রহমান বাবু, আজকের প্রভাতের- মারুফ মালেক, পল্লী বার্তার- মশিউর রহমান খান, অর্থবাজারের সামী হোসেন, বাংলার নবকন্ঠের ওমর ফারুক, দিনের আলো- দিলোয়ার রহমান চৌধুরী, গণকন্ঠ – সাখাওয়াত হোসেন সাকুকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি:
Leave a Reply