নরসিংদী প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন বর্তমান সরকার বাকশালি কায়দায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। সময় এসেছে এই বাকশালী সরকারকে প্রতিহত করার। এদেশের মানুষ ভোটের মাধ্যমে স্বৈরাচারী এই একদলীয় শাসন ব্যবস্থার বিপক্ষে রায় দিতে উৎসুখ হয়ে বসে আছে।
শনিবার (৩ জুন) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ প্রমূখ।
জিএম কাদের বলেন, বাংলাদেশ এখন অত্যন্ত দু:সময় পার করছে। সাধারণ মানুষের মাঝে চরম দুর্দশা ও হতাশা বিরাজ করছে। জিনিস পত্রের দাম যেভাবে বাড়ছে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ জানেনা সামনের দিনগুলোতে কি হবে।
তিনি আরো বলেন, আজ মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কারন ফ্যাক্টরি গুলোতে বিদ্যুৎ পাচ্ছেনা। বর্তমান সময়ে সরকার বিদ্যুৎ দিতে পারছেনা কেন? কারণ তেল নেই। কয়লা কিনার পয়সা নেই। পয়সার অভাবে বিদেশ থেকে কোন মাল আনতে পারতেছেনা।
বিরোধী দলীয় উপনেতা আরো বলেন, এখন সাধারণ মানুষের কথা হলো আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখি নাই। তাহলে কয়লার বিল বাকি রেখেছেন কেন? গ্যাস কিনতে পারছেন না কেন? এই দায়িত্ব কি আমাদের? না সরকারের? আজকের মানুষের সকল দুর্দশার দায় হলো সরকারের।
সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী থাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারো নাম ঘোষণা করেননি। তবে ১০ দিন পর নাম ঘোষণা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
Leave a Reply