ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ককটেল সহ ৩ যুবককে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
আটক যুবকদের গ্রেফতারপূর্বক বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানাগেছে, ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা পুরাতন ডাক বাংলোর পিছনের একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১৮ টি ককটেল ও ককটেল বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো,ফুলপুর আমুয়াকান্দা এলাকার ফখর উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (২০),বওলা সুতারাপাড়া তালুকদার বাড়ির গোলাম মওলা তালুকদারের পূত্র জুনায়েদ আল হাবিব (১৯) এবং দিউ এলাকার কবির হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply