নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা।
সোমবার বিকালে নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তুলাতলী বাজার মোড় হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন নরসিংদী জেলা প্রধান স্বেচ্ছাসেবক খন্দকার শাহ নেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জোনাকী টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তফা খান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা খান বলেন, নিরাপদ অক্সিজেনের জন্য বৃক্ষ রোপনের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপন করি।
জেলা শাখার প্রধান স্বেচ্ছাসেবক খন্দকার শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন কেন্দ্রীয় প্রধান স্বেচ্ছাসেবক এড. আবু বকর সিদ্দিক ও সহ-প্রধান স্বেচ্ছাসেবক আবুল কালাম আজাদ এর পরামর্শক্রমে সারাদেশেই পালন হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ দিবস। আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই। নিরাপদ পৃথিবী গড়ে তুলি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি বিনা আক্তার, আলোকিত খবর এর স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ খান, শিক্ষক প্রতিনিধি এনামূল হক, শতদল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, সমাজ সেবক হায়দার আলী, স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন, ফারুক মিয়া প্রমূখ।
Leave a Reply