আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
“মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে (৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. একেএম রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার লাকি গোমেজ, স্পনসরশীপ এন্ড সাপোর্ট সিস্টেম অফিসার লিজা হালদার প্রমূখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, উপজেলা পুষ্টি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
Leave a Reply