আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলণের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে নিজের মায়ের ভাষা কথা বলার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের পূর্বসূরীরা।মহান শহীদ দিবসের এই দিনে আমাদেরকে জলবায়ু সংকট মোকাবেলায় শপথ নিতে হবে। জলবায়ু সংকটের অন্যতম কারণ কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে বাধ্য করতে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সবুজ আন্দেলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগরের সদস্য সচিব রবিন চৌধুরী, সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলামসহ আরো অনেকে।
Leave a Reply