পেয়ে গেলাম ফুটবল খেলার সম্মাননা স্মারক,
দেখতে পেলাম স্মারকটি আমার নাম ধারক।
মোর নামের আগে লেখা আছে কবি ও লেখক,
কিন্তু লেখক-কবির সমাজে আমি এক নিছক।
আসলে যতটা বলেছেন মোরে মুই ততটা নই,
তবে গুণীজন দের গুণ গাওয়ায় আমি ব্যস্ত রই।
জসিম, খোকন, প্রিমন, রাসেল, আমজাদ ভূইয়া,
অধমের সম্মানে আসেন তারা স্মারকটি লইয়া।
উপস্থিত গুণী বাদল মেম্বার, শাহ আলম ভাই,
পিতৃতুল্য গুণী জনদের প্রতি সুস্বাগত জানাই।
মূলেঃ-মূলগ্রাম দক্ষিণ পাড়া ফুটবল একাদশ,
আন্তরিক কামনা তাদের বাড়ুক খ্যাতি জশ।
এই মূলগ্রামে আছে যতোসব যুবক বাবা-ভাই,
সুখী সুন্দর জীবন যাপন করে যাক সবাই।
Leave a Reply