রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে ‘কেমন সাংবাদিকতা চাই’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা বুধবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম নূরউদ্দিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
কর্মশালার উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খন্দকার, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মহসিনুল কাদির, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারন রায়, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ জয়নুল আবেদীন, মোঃ ফারুক মিয়া, মোসলেহ উদ্দিন বাচ্চু।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সহ-সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি সাধন দাস, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ মোস্তফা খান, বর্তমান সহ-সভাপতি রফিকুল হক রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধক্ষ্য অজয় সাহা, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া প্রমূখ।
Leave a Reply