1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

আসছে পারভিন লিসার নতুন মৌলিক গান ‘ওরে জীবন’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৭১ বার পঠিত

বিনোদন ডেস্ক:

দশ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত বিভাগের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন পারভিন লিসা। বিটিভিতে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন এই কণ্ঠশিল্পী ।

এবারে তিনি দর্শকশ্রোতাদের ওরে জীবন শিরোনামে একটি মৌলিক গান উপহার দিতে যাচ্ছেন। গানের কথা ও সুর করেছেন পলাশ লোহ, মিউজিক কম্পোজিশন করেছেন বেলাল হোসেন চঞ্চল, ভিডিও ডিরেকশন দিয়েছেন খলিল শেখ। গানটি আসছে পারভিন লিসার অফিসিয়াল ইউটিউব (Perven Lisa) ও ফেইসবুক পেইজে (Lisa’r গান)।

পারভিন লিসা বলেন, আমি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছি। বাবার কাছ থেকে আমার গানের হাতেখড়ি। এরপর গানের প্রথম শিক্ষক ছিলেন চৈত্রী বসাক। আমার গানের শিক্ষক ছিলেন সাধনা ইয়াসমিন ও কাজী দেলোয়ার হোসেন । এখন গানের চর্চা করছি গুরুজি শফি মন্ডলের কাছ থেকে। ২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত বিভাগে তালিকাভুক্ত হই। তখন থেকেই নিয়মিত বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাই। লোক গানের পাশাপাশি গাইতে ভাল লাগে নজরুল সঙ্গীত ও আধুনিক গান। এছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামসহ বিভিন্ন গানের প্রোগ্রামে নিয়মিত কাজ করেছি । আমার নতুন মৌলিক গান ওরে জীবন আসছে আপনাদের দেখার আমন্ত্রণ রইল।

আরও দুটি গানের কাজ বর্তমানে চলছে। গান নিয়ে আমি অনেকদূর যেতে চাই বাবার স্বপ্ন পূরণ করতে চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..