জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারা রঘুনাথ জিউর মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ভেড়ামারা সরকারি মহিলা কলেজ, জগৎ জননী মাতৃমন্দীর, ভেড়ামারা বাসস্ট্যান্ড স্টেশন রোড়, উপজেলা চত্বর, চৈতন্য মোড় সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ জিউর মন্দিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমর চাঁদ কুন্ডুর সভাপতিত্বে ও জগৎ জননী মাতৃমন্দিরের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের সঞ্চালন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ চন্দ্র কুন্ডু, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডি.জি এম দেবাশীষ ভট্টাচার্য, প্রাক্তন প্রধান শিক্ষক ভগবান চন্দ্র সিংহ রায়, ডঃ অমরেন্দ নাথ বিশ্বাস, বিনোদন চন্দ্র বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, নন্দ দুলাল কুন্ডু, গোপাল চন্দ্র পন্ডিত, প্রদীপ সরকার, উত্তম দেবনাথ, সঞ্জয় বিশ্বাস, পদ শর্মা, গৌতম কুন্ডু, মদন গোপাল আগরওয়াল, বিপুল দেবনাথ, কৃষান পন্ডিত, অমুল্য ঘোষ, যুথি রানী ঘোষ, অরবিন্দ বিশ্বাস, অসিম রায়, সুকুমার অধিকারী, যামিনী মোহন কুন্ডু, রতন ঘোষ, বিপ্লব কর্মকার, রিপন বিশ্বাস, উত্তম কুন্ডু প্রমূখ।
সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন, মন্দিরের সেবাইত শ্রী তপন কুমার গোস্বামী এবং সঞ্জয় প্রামানিক ও অঞ্জলি সরকার সহ সদ্য প্রয়াতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন।
Leave a Reply