এস এমন হোসেন আলী ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নিখোঁজের ১৩ দিন পর পরকিয়ার বলি বাবুল মিয়া (৪৫) এর লাশ উদ্ধার করা হয়েছে পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার সিধলং বিল থেকে। ৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বুধবার বিকালে তারাকান্দা থানা পুলিশ পূর্বধলা উপজেলার সিধলং বিল থেকে বাবুল মিয়া(৪৫)র লাশ উদ্ধার করে।
নিহত বাবুল মিয়া তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
এর আগে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঢাকা ডিএমপি তুরাগ এলাকা থেকে তাদের আটক করে নিয়ে আসে। পরে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্ধী মোতাবেক পূর্বধলা উপজেলার সিধলং বিল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতারে প্রেরণ করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান,কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে বাবুল মিয়ার সাথে মামাতো বোন সখিনা বেগমের পরকিয়া ছিল।এই ঘটনার জের ধরে সখিনাকে দিয়ে তার স্বামী শাহজাহান মিয়া মামাতো ভাই বাবুল মিয়াকে গত ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ ডেকে নিয়ে আসে সেই রাতেই বাবুল মিয়াকে হত্যা করে সিধলং বিলের মাঝ খানে ছালার বস্তার ভিতর ভরে একটি খুঁটিতে বেঁধে পুতে রাখে। এ ঘটনার পর থেকে বাবুর মিয়া নিখোঁজ রয়েছে। বাড়ির অনেকেই জানতো সখিনার সাথে বাবুল মিযার এ ঘটনা তাই তার নিখোঁজের ঘটনাটি খুব একটা গুরুত্ব দেয়নি। অবশেষে গত ৩ সেপ্টেম্বর বাবুল মিয়ার ছেলে সোহেল মিয়া তার বাবা নিখোঁজের ঘটনায় তারাকান্দা থানায় একটি জিডি করে। সেই জিডি মোতাবেক ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জরিত তার মামাতো বোন সখিনা বেগম ও তার স্বামী শাহজাহান মিয়াকে ঘটনার সাথে জরিত সন্দেহে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করে নিয়ে আসে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক সিধলং বিল থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাাসাবাদ করলে বলা যাবে ঘটনার সাথে আরো কেউ জরিত আছে কিনা।এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছ।
Leave a Reply