1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

ওজনে কম দেওয়ায় লালমাইয়ে দুই পেট্রল পাম্পকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

গাজী মামুন, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

ওজনে তেল কম দেওয়ায় কুমিল্লার লালমাইয়ে দুটি পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তারের নেতৃত্বে বিএসটিআই কুমিল্লার পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয় ও লালমাই থানার এসআই রোজেল সরকারের সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলার পেরুল দক্ষিণের ফয়েজগঞ্জ বাজারে অবস্থিত ভাইয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান মেসার্স এম. আর ফিলিং স্টেশন কে ২০ হাজার টাকা এবং বাগমারা দক্ষিণের বরলে অবস্থিত প্রাইম পেট্রোলিয়াম সার্ভিস লিমিটেড কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার বলেন, ওজনে তেল কম দেওয়ায় এম. আর ফিলিং স্টেশন এবং প্রাইম পেট্রোলিয়াম সার্ভিস লিমিটেড নামে দুটি পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই পাম্প দুটির অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ করে ওজনে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাই প্রতিষ্ঠান দুটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারচুপিতে ব্যবহৃত দুটি প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট থেকে অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..