মোঃ মুক্তার হোসেন বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
আজ আনুমানিক সকাল ৮.৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার টি এন্ড টি রোডের গার্ড বিহিন রেল ক্রসিংয়ে এক সাইকেল আরোহী দুর্ঘনায় মৃত্যূ বরণ করেন।
উক্ত ঘটনাস্হলে গেলে জানতে পারা যায়। ছোটকুর মোড় কালিদাস পাড়ার মোঃআজাহারুল ইসলাম(মানিক)অটো চালক এর পুত্র মোঃ রাহুল (১৭) সে তার কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল যোগে রওনা হয়। পথিমধ্যে টি এন্ড টি রেলক্রসিংয়ে পঞ্চগড় গামী ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
স্থানীয় লোকজন বলেন গার্ডবিহিন রেলক্রসিংয়ে ট্রেনের হুইসেল বাজালে এমন দূর্ঘটনা নাও হতে পারতো।
পারিবারিক সূত্রে জানতে পারি মৃত ব্যক্তির জন্য তাদের কোন প্রকার অভিযোগ নাই।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: [email protected]
Copyright © 2023 Jonakitv.com. All rights reserved.