সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ(নীলফামারী)
উপজেলা এলজিইডি বাস্তবায়নে এবং অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ এর আওতায় মাগুড়া, চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নের ৩টি পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
মঙ্গবার দুপুর ১২টায় মাগুড়া বালাবাড়ী মোড় থেকে ফুলেরঘাট পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার উদ্বোধন শেষে আরো দুটি রাস্তা উদ্বোধন করেন চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নে। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রশিদুল ইসলাম,মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,এমপির পিএস রায়হানুল আহসান রমি,সাবেক ইউপি সদস্য মোজাহার হোসেনসহ জাতীয় পার্টির অঙ্গসংঠনের নেতৃবৃন্দ ও অরোও অনেকে। উদ্ধোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply