শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলার রায়পুরায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সে হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সময় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মো: আমিনুর রহমান ভূঁইয়া, উপজেলা ইউ ডি এফ জাইকা মো: আব্দুল মান্নান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউপি চেয়ারম্যান, রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল,মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উত্তরবাখরনগর ইউপি চেয়ারম্যান মোঃহাবিবুল্লাহ হাবিব, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,রায়পুরা ইউপি চেয়ারম্যান মোঃফারুক আলী, আমীরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল হক করীমসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, স্থানীয় সরকারের সকল কর্মচারীবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply