নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে রনি ইসলাম (১১) নামে এক শিশু নদীতে ডুবে যাওয়ার চার ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জানা যায়, রনি উপজেলার রাধানগর ইউনিয়নের দিনমারা গ্রামের নানা রফিজুল ইসলাম বাসায় ছোট থেকেই থাকত। সে দিনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। রনি পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও এর সেনুয়া ইউনিয়নের মোলানখুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রনি রসেয়া নদীর পাশ দিয়ে একটি ছোট খাল পাড় হচ্ছিল। হঠাৎ পা পিছলে খালে পড়ে যায়ন সে৷ খালে পানির প্রবল স্রোতে থাকায় রনি নদীতে ভেসে যায়। এক পর্যায়ে সে নদীর প্রবল স্রোতে কবলে পড়ে ডুবে যায়। সাথে-সাথেই স্থানীয়রা রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ’কে জানান। চেয়ারম্যান মোঃ আবু জাহেদ জানান, স্থানীয়রা আমাকে ফোন কলের মাধ্যমে বিষয়টি প্রথমেই অবগত করেন। আমি সাথে সাথেই আটোয়ারী ফায়ার সার্ভিসের অফিসসহ ওসি এবং ইউএনও’কে ফোন দেই৷ ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে। পরে ঠাকুরগাঁও ও রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় চার ঘন্টা পর বিকাল সাড়ে চারটার দিকে রনি’র মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নামে এসেছে।
Leave a Reply