মোঃ সম্রাট আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরের বাজুডাঙা মাঠ পাড়া গ্রামে দিনে-দুপুরে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ ৫ হাজার টাকা ও প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের কোনো এক সময় দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের বাজুডাঙা মাঠ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী ব্যবসায়ী শাকিবুল ইসলাম প্রতিদিন তার নিজ ববস্যা প্রতিষ্ঠানে যায় চোর সেই সুযোগে তার বাড়ির প্রাচীর টপকিয়ে তার ঘরের দরজা ভেঙে চরির ঘটনা ঘটায় চোর।
শাকিবুল ইসলাম দুপুরে বাসায় এসে দেখে দৌলতপুর থানায় একটি সাধারণ ডাইরি করে।
ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য ব্যবসায়ী শাকিবুল ইসলাম ঐ গ্রামে বসবাস করছেন।
Leave a Reply