এস,এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় গুরুদাসপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আনিসুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাষ্টার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম সরকার, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাষক মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুল ইসলাম দোলন, মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলা উদ্দিন ভুট্রো, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত রানা লাবু. নাজিরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উজ্বল, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আবু হানিফ, যুবলীগ সভাপতি কামাল সরকার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুবাশিশ কবির প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান আ. লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আ. লীগকে পুনরায় সরকার গঠনের জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেবক কুমার কুন্ডু। এদিকে দিবসটি উপলক্ষ্যে বাদ আসর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বক্তব্য দেন।
অপরদিকে গুরুদাসপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো.শাহনেওয়াজ আলীর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে চাঁচকৈড় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে নেতাকর্মীদের সাথে কেক কাটা হয়।
Leave a Reply