1. [email protected] : admi2019 :
  2. [email protected] : খুলনা বিভাগ : খুলনা বিভাগ
  3. [email protected] : News : Badol Badol
  4. [email protected] : Mostafa Khan : Mostafa Khan
  5. [email protected] : mahin : mahin khan
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন

নবীনগরে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০ বার পঠিত

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ বাজারে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালিত হয়।

মহিলা নেত্রী রত্না বেগমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।

বিশেষ অতিথি ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাইন উদ্দিন আহম্মেদ, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন মাস্টার, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও লাউর ফতেপুর ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহান, সলিমগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন আলম, যুবলীগ নেতা আশরাফুল আলম বাবু, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিন্টু মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী, রিয়াজ, সাইদুল, নয়ন, সাংবাদিক আলমগীর খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সলিমগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব গোলাম মোস্তফা, গিতা পাঠ করেন সুমীর চক্রবর্তী। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..